Sorunsuz bir ev tasima icin evden eve nakliyat platformuna talep acin. Nakliye firmalari hemen teklif versinler. evden eve nakliyat Parca tasima bizim isimizParca esya tasima Kadikoy evden eve nakliyat iletisim bilgileri icin ziyaret ediniz. kadikoy evden eve Istanbul mugla nakliyat ile esyalariniz artik guvende istanbul izmir evden eve nakliyat
ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে গঠিত প্রতিষ্ঠান 'বেলগাছিয়া যুব সম্মিলনী ' আজ ৭৫তম বর্ষে পদার্পণ করল । ১৯৩৭ সালের ১৫ই আগষ্ট এই সম্মিলনীর প্রতিষ্ঠা । জন্মলগ্নে সঁরস্বতী পূজা উপলক্ষ্যে নাটক, যাত্রা, ম্যাজিক ও গান - বাজনা ছাড়া কোনো কার্যকলাপ না থাকলেও ক্রমশঃ সম্মিলনী একটি মহীরুহে পরিণত হয়েছে এবং নানাদিকে শাখা প্রশাখা বিস্তার করে তেজস্বী নক্ষত্রের ন্যায় দশদিক আলোকেরেই ঝর্ণাধারায় ধুইয়ে দিয়েছে ।
১৯৪৫ সাল থেকে সম্মিলনীর সাধারণ দূর্গোত্সব শুরু ও সেই থেকে নানারকম কার্যকলাপের সূচনা । ১৯৪৭-১৯৪৯ সাল --- বিনামূল্যে পঞ্চাশ জনকে দুগ্ধ বিতরণ করা হত সকাল ৭-৩০ টা থেকে ৯-৩০ টা পর্যন্ত। ১৯৬৯ - ১৯৮১ সাল --- বালক ভোজন ও দরিদ্র নারায়ণ সেবা এবং ১৯৭৪ - ১৯৭৫ সাল দুঃস্থদের বস্ত্র বিতরণ করা হত ।